টেকসই উন্নয়নের জন্য কাজ করা ৬০টি উদ্যোগকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দেওয়া হয়। ঢাকা, ১২ জুলাই ২০২৫
টেকসই উন্নয়নের জন্য কাজ করা ৬০টি উদ্যোগকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দেওয়া হয়। ঢাকা, ১২ জুলাই ২০২৫

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস: ৬০টি টেকসই উদ্যোগ পেল সম্মাননা

দেশের ৬০টি টেকসই উদ্যোগকে ভিন্ন ভিন্ন ২২টি ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বীকৃতি দেওয়া হয়। টেকসই উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগ, আকিজ বশির গ্রুপের পরিবেশনা এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানটি পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানে ৩৫টি বিজয়ী, ২৪টি অনারেবল মেনশন ব্র্যান্ড এবং একটি একক বিজেতাকে সম্মাননা দেওয়া হয়।

আয়োজনটির উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস সেই ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়, যারা শুধুই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছে না, বরং বাস্তব ও মাপযোগ্য পরিবর্তন ঘটাচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সাহসী পদক্ষেপকে উৎসাহ দেওয়া এবং পরিবর্তন আনার শক্তিশালী ধারণাগুলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে টেকসইতা হবে নিয়ম, ব্যতিক্রম নয়।’

আয়োজনটি শুরুর আগে অনুষ্ঠিত হয় ‘সাসটেইনেবিলিটি সামিট ২০২৫’। দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নীতিনির্ধারক, জলবায়ু ও পরিবেশবিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নিয়ে দেশের ব্যবসায়িক খাত এবং উদ্ভাবনের ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিয়ে অগ্রগামী আলোচনায় যুক্ত হন এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এশিয়া মার্কেটিং ফেডারেশন ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ও সম্মাননাপ্রাপ্তরা হলো—

চ্যাম্পিয়ন ইন রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন ক্যাটাগরিতে বিজয়ী ইডটেকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড; বিশেষ সম্মাননা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

চ্যাম্পিয়ন ইন ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে বিজয়ী বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং আকিজ রিসোর্স লিমিটেড; বিশেষ সম্মাননা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

চ্যাম্পিয়ন ইন ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ ক্যাটাগরিতে বিজয়ী গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; বিশেষ সম্মাননা সমান্তরাল ও গ্রামীণফোন লিমিটেড।

চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস ক্যাটাগরিতে বিজয়ী বিকাশ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; বিশেষ সম্মাননা বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

চ্যাম্পিয়ন ইন ইকুইটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ক্যাটাগরিতে বিজয়ী আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড; বিশেষ সম্মাননা বায়ার ক্রপসায়েন্স লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপ।

চ্যাম্পিয়ন ইন অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন অ্যানার্জি ক্যাটাগরিতে বিজয়ী ইউনাইটেড গ্রুপ ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি; বিশেষ সম্মাননা লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি।

মোস্ট সাসটেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার ক্যাটাগরিতে বিজয়ী ইডটেকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড; বিশেষ সম্মাননা আকিজ বায়্যাক্স ফিল্মস লিমিটেড।

চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি ক্যাটাগরিতে বিজয়ী গ্রামীণ হেলথটেক লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; বিশেষ সম্মাননা বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

চ্যাম্পিয়ন ইন ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে বিজয়ী ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড ও গ্রামীণফোন লিমিটেড; বিশেষ সম্মাননা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও আকিজ বায়্যাক্স ফিল্মস লিমিটেড।

চ্যাম্পিয়ন ইন উইমেন এমপাওয়ারমেন্ট ক্যাটাগরিতে বিজয়ী বায়ার ক্রপসায়েন্স লিমিটেড (বিজয়ী); বিশেষ সম্মাননা গ্রামীণফোন লিমিটেড।

মোস্ট সাসটেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে বিজয়ী গ্রামীণফোন লিমিটেড; বিশেষ সম্মাননা ইডটেকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও রবি আজিয়াটা পিএলসি।

মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) ক্যাটাগরিতে বিজয়ী বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ ও লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি; বিশেষ সম্মাননা শেল্‌টেক্ সিরামিকস লিমিটেড।

মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার (রিয়েল এস্টেট) ক্যাটাগরিতে বিজয়ী শেল্‌টেক্ (প্রা.) লিমিটেড।

মোস্ট সাসটেইনেবল গার্মেন্ট ফ্যাক্টরি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে বিজয়ী এপিলিয়ন গ্রুপ; বিশেষ সম্মাননা উর্মি গ্রুপ।

মোস্ট সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে বিজয়ী প্রাণ-আরএফএল গ্রুপ ও বিএসআরএম গ্রুপ।

মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে বিজয়ী ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপ।

মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার—ব্যাংকস ক্যাটাগরিতে বিজয়ী সিটি ব্যাংক পিএলসি; বিশেষ সম্মাননা প্রাইম ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি। ইনস্যুরেন্স ক্যাটাগরিতে বিজয়ী গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স পিএলসি, এনবিএফআই ক্যাটাগরিতে বিজয়ী আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে বিজয়ী বিকাশ লিমিটেড।

মোস্ট সাসটেইনেবল ইলেকট্রনিক আইটেম ম্যানুফ্যাকচারার কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে বিজয়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি; বিশেষ সম্মাননা আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড।

মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে বিজয়ী ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; বিশেষ সম্মাননা প্রাণ-আরএফএল গ্রুপ।

মোস্ট সাসটেইনেবল অ্যাগ্রিকালচারাল কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে বিজয়ী প্রাণ-আরএফএল গ্রুপ; বিশেষ সম্মাননা জিনিয়াস ফার্মস লিমিটেড ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেড।

চ্যাম্পিয়ন অব পারপাস-ড্রিভেন ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে বিজয়ী এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।

বেস্ট সাসটেইনেবল ইনিশিয়েটিভ ক্যাটাগরিতে (ইউনিভার্সিটি) বিজয়ী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

সাসটেইনেবিলিটি পারসন অব দ্য ইয়ার–২০২৫ ক্যাটাগরিতে বিজয়ী ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার।