Thank you for trying Sticky AMP!!

সুবিধাবঞ্চিত নারী ও যুবকদের কর্মসংস্থানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইউসেপ বাংলাদেশের নতুন প্রকল্প

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায়, ‘ফিউচারমেকারস’ প্রকল্পের আওতায় ইউসেপ বাংলাদেশ ‘গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম’ গাজীপুরে ইউসেপ আঞ্চলিক কার্যালয়ে গত রোববার (১৮ জুন) উদ্বোধন করা হয়েছে

বেসরকারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায়, ‘ফিউচারমেকারস’ প্রকল্পের আওতায় ইউসেপ বাংলাদেশ ‘গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম’ গাজীপুরে ইউসেপ আঞ্চলিক কার্যালয়ে গত রোববার উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় গাজীপুর এলাকায় সুবিধাবঞ্চিত যুব, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ, স্বনির্ভর ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ কার্যক্রম তাঁদের কারিগরি দক্ষতা প্রশিক্ষণ, মধ্যস্তরের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ প্রদান করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয়। ইউসেপ বাংলাদেশের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদা ইস্পাহানি, ভাইস চেয়ারপারসন; ইউসেপ বোর্ড অব গভর্নরস ওবায়দুর রব, সাবেক চেয়ারপারসন, ইউসিইপি বোর্ড অব গভর্নরস। তাঁরা কারিগরি শিক্ষায় সুবিধাবঞ্চিত নারী, প্রতিবন্ধী ও যুবকদের জন্য সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এজাতীয় প্রকল্পগুলো দক্ষতা বিকাশের মাধ্যমে যুবকদের উদ্যোক্তা হিসেবে ক্ষমতায়িত করে এবং তাঁদের নিজেদেরকে উদ্যোক্তা তৈরি করতে প্রস্তুত করে।

নাসের এজাজ বিজয় বলেন, ‘এই প্রশিক্ষণ সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞজনের সঙ্গে আলোচনা এবং নিজস্ব গ্যাপ বিশ্লেষণের মাধ্যমে প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে, যা স্থানীয় যুবকদের ক্ষমতায়ন করবে এবং একই সঙ্গে গাজীপুরের শিল্পাঞ্চলের জন্য দক্ষ জনবল তৈরি করবে এবং আমাদের শিল্প খাত আরও গতিশীল করে তুলতে সাহায্য করবে।’

এ প্রকল্পে অংশগ্রহণকারীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তির পর নিজেদের দক্ষতা মূল্যায়নের জন্য সুযোগ পাবেন। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে টেকসই পরিবর্তনের লক্ষ্যে এই উদ্যোগ গাজীপুর জেলায় বাস্তবায়িত হবে। মে ২০২৩ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত এই প্রকল্প দুই হাজার সুবিধাবঞ্চিত ব্যক্তির দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা ব্যক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি