Thank you for trying Sticky AMP!!

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৫ দশমিক ৮

প্রথম আলো ফাইল ছবি

দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা আজ শনিবার ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত তিন দিনের তুলনায় অনেকটা কম।

পৌষের শুরু থেকেই পঞ্চগড়ের তাপমাত্রা কমে গিয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। পাঁচ দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠা-নামা করছিল। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাতভর ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। প্রতিদিন সকাল আটটার মধ্যেই সূর্যের মুখ দেখা গেলেও সারা দিনই কনকনে শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. সামিউজ্জামান জানান, আজ সকাল নয়টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার সকাল নয়টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবারও ছিল একই রকম। রাতভর হিমেল বাতাস থাকায় তাপমাত্রা কমে যাচ্ছে বলে তিনি জানান।