Thank you for trying Sticky AMP!!

সকালেই রাতের অন্ধকার!

গতকাল সোমবার সকাল সাড়ে নয়টা। হঠাৎ কালো মেঘে ঢেকে যায় বান্দরবানের আকাশ। সকালেই যেন নেমে আসে রাতের অন্ধকার। এই অন্ধকার প্রায় ১০ মিনিট স্থায়ী হয়েছিল। এ সময় বিদ্যুৎ না থাকায় পুরো বান্দরবান জেলা শহর অন্ধকারে ডুবে যায়।

ভোর থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন মেঘ জমতে থাকে। তারপরও সবাই যে যার মতো কাজে বের হয়েছেন। ছাত্রছাত্রীরাও বিদ্যালয়ে ছুটাছুটি করতে থাকে। কিন্তু আকাশে মেঘ জমতে জমতে সকাল সাড়ে নয়টায় একবারে রাতের অন্ধকার নেমে আসে। তখন মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়।

বান্দরবানে মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, এ রকম ঘন মেঘ আগে কখনো দেখা যায়নি। হঠাৎ অন্ধকার নেমে আসায় মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। বৃষ্টিও অস্বাভাবিকভাবে ৫০ মিলিমিটার হয়েছে—যা ফাল্গুন মাসে এ রকম বৃষ্টি হওয়ার কথা না।