Thank you for trying Sticky AMP!!

সাতসকালে ভূমিকম্পে কাঁপল ঢাকা, উৎপত্তিস্থল দোহার

ভূমিকম্প

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকাল ছয়টার একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল দোহার উপজেলায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৩ মাত্রার। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দোহার উপজেলায়

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল বলে তিনি জানান।

সকালে ভূমিকম্প অনুভূত হয় ঢাকায়

ইউএসজিএস সূত্রে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকার আজিমপুরের দূরত্ব ২৩ দশমিক ৪ কিলোমিটার উত্তর–উত্তরপূর্বে এবং নারায়ণগঞ্জের দূরত্ব ২৪ দশমিক ৭ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।