বায়ুদূষণ
বায়ুদূষণ

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, তাকেও ছাড়িয়ে গেছে দেশের আরেক শহর

ঢাকার বায়ুদূষণ বাড়ছেই। আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বায়ুর মান ২২১। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। তবে ঢাকার চেয়ে আরেক বিভাগীয় শহর খুলনার বায়ুদূষণ অনেক বেশি।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

বায়ুদূষণে গতকালের মতো আজও শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৭৪৪। দ্বিতীয় পাকিস্তানের লাহোর, স্কোর ৪৬৩।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে ঢাকার বাইরের শহরগুলোর দূষণ।

খুলনায় মারাত্মক দূষণ

আজ সকালে দেশের উপকূলীয় অঞ্চলের নগরী খুলনার বায়ুর মান ২৪৪। এ নগরীর বায়ুর মান ঢাকার চেয়ে আজ অনেকটাই খারাপ। রাজধানীর চেয়ে জনসংখ্যা, শিল্পকারখানা বা যানবাহন অনেক কম থাকার পরও খুলনার বায়ুর এ অবস্থা। দেশের অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১৭৪, রংপুরে ১৬৭, ময়মনসিংহে ১৬১, বরিশাল ও সিলেটে ১৪২ ও চট্টগ্রামে ১১৬।

রাজধানীর ছয় এলাকায় দূষণ বেশি

রাজধানীর ছয় এলাকায় আজ বায়ুদূষণ পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে আইসিডিডিআরবির ক্যাম্পাসে ২৬২, মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৪৭), দক্ষিণ পল্লবী (২৩৭), কল্যাণপুর (২২৭), বেচারাম দেউড়ী (২২১) ও গুলশানের বে’জ এজ ওয়াটার (২১৯।

দূষণ রোধে যা করবেন

আজ রাজধানীর বায়ুর যে মান, তাতে অবশ্যই যেকোনো ব্যক্তিকে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ রাখতে হবে। জানালা বন্ধ রাখতে হবে।