Thank you for trying Sticky AMP!!

গরমে অতিষ্ঠ হয়ে চোখে-মুখে পানি ছিটিয়ে নিচ্ছেন যাত্রীরা। কমলাপুর রেলস্টেশন, ১৫ এপ্রিল

কাল কিছু জায়গায় তাপ কমতে পারে

প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। চাওয়া এখন একপশলা বৃষ্টি। কিন্তু আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টির সম্ভাবনা খুব কম।

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর সকালের পূর্বাভাসে আগামী পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে।

অধিদপ্তর বলেছে, দেশের আট বিভাগের ওপর দিয়েই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল বুধবার কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এ সময় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Also Read: খেপুপাড়ায় ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

বৃষ্টির সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, যেসব জায়গার কথা বলা হয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। এ ছাড়া আগামী ১০ থেকে ১২ দিনেও আবহাওয়া পরিস্থিতি নিয়ে কোনো সুখবর নেই।

চলতি মৌসুমে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল গতকাল, যা পটুয়াখালীর খেপুপাড়ায় রেকর্ড করা হয়েছে।

খেপুপাড়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল পাবনার ঈশ্বরদীতে সামান্য বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি।

Also Read: এপ্রিলের বাকি দিনগুলোতেও থাকবে এমন গরম, তাপমাত্রা হতে পারে ৪২ ডিগ্রি