আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে বেলা ১টার মধ্যে দেশের সাত জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়া বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময় এসব জেলায় বজ্রপাত হতে পারে। তাই সাবধানতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে।
আজ সকাল পৌনে নয়টায় দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১টার মধ্যে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও ঠাকুরগাঁও জেলার কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস বলছে, ঝড়-বৃষ্টির সময় এসব এলাকায় বজ্রপাত হতে পারে। এ সময় ঘরের বাইরে না যাওয়া যাবে না। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে সেই সময় থেকে কমপক্ষে আধা ঘণ্টা ঘরে থাকতে হবে।
চলতি মাসের শেষে অথবা জুনের প্রথমে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ হতে পারে। তার আগে ঝোড়ো-হাওয়া এবং এর সঙ্গে বৃষ্টি হচ্ছে।