বৃষ্টি
বৃষ্টি

শ্রাবণের বৃষ্টি ঝরতে পারে আরও দুই থেকে তিন দিন

শ্রাবণের বৃষ্টির অপেক্ষা এবার একটু বেশি ছিল। বেশ কয়েক দিন বৃষ্টি হয়নি। গরমে অতিষ্ঠ রাজধানীবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছেন আজ বৃহস্পতিবার ভোরের দিকে। ঠান্ডা বাতাস আর বিজলির চমকে নেমেছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত দুই দিন দেশের আরও চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ঘন মেঘমালা দেশের বিস্তীর্ণ প্রান্তরে ছেয়ে গেছে। আর এ কারণেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

প্রায় চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে গিয়েছিল। সেই সঙ্গে ছিল প্রচণ্ড গরম। বৃষ্টি কমে যাওয়াতে আর বাতাসে আর্দ্রতার পরিমাণ অতিরিক্ত থাকায় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবীর আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যে বৃষ্টি হচ্ছে, তা কিন্তু এই ঘন মেঘমালা সৃষ্টির জন্য। লঘুচাপের প্রভাবে আগামীকাল থেকে আরও বৃষ্টি হতে পারে। আগামী অন্তত দুই দিন খুলনা, চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোনো এলাকায় বৃষ্টি যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মতো হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলে।