শুভ সকাল। আজ বৃহস্পতিবার। গতকাল বুধবারও সবচেয়ে আলোচিত খবর ছিল রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিখোঁজ ব্যবসায়ী আনিকা এজেন্সির মালিক মমিনুদ্দিন সুমনের মরদেহ ঘটনার ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি বিধ্বস্ত ভবনের নিচতলার একজন ব্যবসায়ী ছিলেন। সুমনের আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সব মিলিয়ে ঢাকার মধ্যে তাঁর আট প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা শতাধিক। পরিবারের পাশাপাশি এসব কর্মীরাও মালিক ফিরে আসবেন, এমন অপেক্ষায় ছিলেন। তবে এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন এসব কর্মী।
বিস্তারিত পড়ুন:
রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিক, তত্ত্বাবধানকারী ও কয়েকজন দোকানিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ধসে পড়া ভবনের ‘বাংলাদেশ স্যানিটারি’ নামের একটি দোকানের মালিক আবদুল মোতালিব হোসেন ওরফে মিন্টুকে মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে নিয়ে যায় বলে ডিবির লালবাগ বিভাগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বিস্তারিত পড়ুন:
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ৪০ বিশ্বনেতা। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলাচিঠি দিয়েছেন।
গত মঙ্গলবার রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ৪০ বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই খোলাচিঠি দিয়েছেন। চিঠিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পূর্ণ পাতাজুড়ে বিজ্ঞাপন হিসেবেও প্রকাশিত হয়েছে।
বিস্তারিত পড়ুন:
৪. বাংলাদেশের চাকরি ছেড়ে কোথায় দায়িত্ব নিলেন ডমিঙ্গো
চুক্তি অনুসারে এ বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের কোচ পদে থাকার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। তবে বিসিবির মনোভাব টের পেয়ে গত বছরের শেষ দিকে নিজ থেকে সরে যান দক্ষিণ আফ্রিকান এই কোচ। ডমিঙ্গো–যুগ পেরিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, দ্বিতীয়বারের মতো প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।
কিন্তু ডমিঙ্গো কোথায়?
বিস্তারিত পড়ুন:
তাসরিফ খান আগেই জানিয়েছেন, তিনি ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত। এই রোগের কারণে তাঁর গাল, ঠোঁটের কিছু অংশ কাজ করছিল না। কারণ, নার্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে মুখ কিছুটা বেঁকে যায়। বর্তমানে তাঁর মুখের বাঁ পাশটা কাজ করছে না। বাঁ চোখেও সমস্যা দেখা দিচ্ছে। সামান্য জ্বালাপোড়া হচ্ছে। প্রথম আলোতে রোগটির কথা প্রকাশ পেলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। ভক্তরা তাসরিফের এই খবর শুনে মুষড়ে পড়েন। কারণ, কেউ কেউ তাঁর রোগটি সম্পর্কে মনগড়া কথা লিখেছিলেন।
সেই প্রসঙ্গে তাসরিফ খান বলেন, ‘আমি যেটা দেখেছি, বেশির ভাগ নিউজই সঠিক। কিন্তু কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে। এটা আমার জন্য অনেক কষ্টের। প্লিজ, আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। আত্মীয়স্বজন ও সারা দেশে ছড়িয়ে থাকা ভক্তরা দুশ্চিন্তা করছেন। উদ্বিগ্ন হয়ে ফোন দিচ্ছেন। সবাইকে বলব, আমার জন্য দোয়া করবেন।’
বিস্তারিত পড়ুন: