গত ৩০ জানুয়ারি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর নগরের সেন্ট্রাল সড়ক এলাকায় গ্রেপ্তার হন
গত ৩০ জানুয়ারি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর নগরের সেন্ট্রাল সড়ক এলাকায় গ্রেপ্তার হন

সাবেক মন্ত্রী নুরুজ্জামান ও তাঁর স্ত্রীর জমি, প্লট ও গাড়ি জব্দের আদেশ

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগমের জমি, প্লট ও গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া নুরুজ্জামানের ৩২টি ব্যাংক হিসাব ও হোসনে আরার ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

দুদক আজ নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগমের স্থাবর-অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ তথ্য আদালতের কাছে তুলে ধরে। একই সঙ্গে তাঁদের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করেন।

গত ১৩ ফেব্রুয়ারি নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। আদালতকে তখন লিখিতভাবে দুদক জানিয়েছিল, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নুরুজ্জামানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে দুদক। গত ৩০ জানুয়ারি গ্রেপ্তার হন নুরুজ্জামান।

এ ছাড়া কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদক জানিয়েছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার জ্যেষ্ঠ জেলা জজ ছুমিয়া খানম আজ সোমবার এ আদেশ দেন।