
নবজাতক ও মায়েদের জীবন রক্ষায় কার্যকর প্রযুক্তি উদ্ভাবনবিষয়ক প্রকল্প ‘সেইভিং উইমেন অ্যান্ড প্রিম্যাচিউর বেবিস’ (এসডব্লিউএপি) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এর মূল লক্ষ্য ছিল জটিল গর্ভাবস্থায় থাকা মা, অসুস্থ নবজাতক ও ছোট শিশুদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত তিন বছরের প্রকল্পটি সেভ দ্য চিলড্রেন বাস্তবায়ন করে। সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আজ শনিবার রাজধানীতে প্রকল্পটির সমাপনী উপলক্ষে ‘লার্নিং ডিসেমিনেশন ও সেলিব্রেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য খাতের সরকারি, বেসরকারি এবং উন্নয়ন অংশীদারদের বিশিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
‘সেইভিং উইমেন অ্যান্ড প্রিম্যাচিউর বেবিস’ প্রকল্পটি শুরু হয়েছিল ২০২২ সালের এপ্রিল মাসে। ঢাকা, সিলেট ও লক্ষ্মীপুর জেলার পাঁচটি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এতে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসিপিএসের সভাপতি ও নবজাতক স্বাস্থ্যবিষয়ক জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিদুল্লাহ। সভাপতিত্ব করেন হেলথ সিস্টেম ম্যানেজমেন্টের লাইন ডিরেক্টর ডা. মো. জয়নাল আবেদিন। তিনি কার্যকর উদ্যোগগুলো দেশব্যাপী সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।