প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রধান উপদেষ্টার প্রেস উইং

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

যাঁদের পরিচয় শনাক্ত করা যাবে না, তাঁদের ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর করা হবে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে যাঁদের পরিচয় শনাক্ত করা যাবে, তাঁদের মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাঁদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজ সোমবার সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

চিকিৎসাকাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেছে সরকার।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। পরে সেটি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় পাইলটসহ ১৯ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।