Thank you for trying Sticky AMP!!

দেশে আর্সেনিক রোগী ৬৫ হাজার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আর্সেনিক রোগে আক্রান্ত রোগীর সংখ্যায় প্রায় ৬৫ হাজার ৯১০ জন। এখন পর্যন্ত দেশে আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন।

আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১২ সালের সর্বশেষ খানা জরিপে এই হিসাব পাওয়া গেছে। ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ফলে জনগণের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়েছে। এ কারণে মানুষ আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পান করছে। ফলে বর্তমানে আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত রোগী কমে গেছে। বর্তমানে সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা থেকে প্রাপ্ত তথ্যমতে আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৭৭৬।

Also Read: দেশের ১৪% নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক

সরকারি দলের সংসদ সদস্য হাবিবে মিল্লাতের প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, ভিটামিন–ডি লেভেল পরীক্ষার জন্য জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে একটি আধুনিক ভিটামিন-ডি পরিমাপক এনালাইজার করোনা মহামারির সময় স্থাপন করা হয়েছে।

সেখানে সরকারি নিয়ম অনুযায়ী ভিটামিন-ডি পরীক্ষা করা হয়। কোভিড–পরবর্তী পুষ্টি পরিস্থিতি এবং জনগণকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপকভাবে সমীক্ষা চালানোর পরিকল্পনা সরকারের রয়েছে।

Also Read: আর্সেনিক দূষণে শিশুর জন্ম–ওজন কমে