আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে একটি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।
আক্তার হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকে সিআরআই নামের প্রতিষ্ঠানটির ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংকে লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সিআরআইয়ের পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করেছে অভিযোগে দুদক তাদের ধানমন্ডির কার্যালয়ে অভিযান চালায়। তবে অভিযানে গিয়ে কার্যালয়টি বন্ধ পায় এনফোর্সমেন্ট টিম।
দুদক সূত্র জানায়, সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে।