
বিশ্ব মোটরসাইকেল দিবস ২০২৫-এ দেশজুড়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) বাংলাদেশ। শুধু আনন্দ উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, ওয়াইআরসির সদস্যরা এবার রাস্তায় নেমে সমাজের প্রতি তাঁদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।
ঢাকায় ওয়াইআরসির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে বাইকারদের মধ্যে হেলমেটের প্রয়োজনীয়তা, শিশু পিলিয়ন আরোহীদের নিরাপত্তা এবং সচেতন রাইডিং-সম্পর্কিত নানা তথ্যসংবলিত লিফলেট বিতরণ করেন। যেসব রাইডার শিশু পিলিয়ন নিয়ে হেলমেট ছাড়াই চলাচল করছিলেন, তাঁদের মধ্যে ওয়াইআরসির সদস্যরা হেলমেট বিতরণ করেন।
শুধু লিফলেট ও হেলমেট দেওয়াই নয়, তাঁরা প্রত্যেক বাইকারের সঙ্গে সময় নিয়ে কথা বলেন, নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং নিরাপদ রাইডিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
কার্যক্রমটি ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, সিলেটসহ দেশের নানা অঞ্চলে পরিচালিত হয়। এই উদ্যোগের মাধ্যমে ওয়াইআরসি আবারও প্রমাণ করেছে যে তারা শুধু একটি মোটরসাইকেল ক্লাব নয়—একটি সচেতন, দায়িত্ববান এবং একতাবদ্ধ বাইকার কমিউনিটি, যারা কানেকশন, প্যাশন ও গর্বকে পথচলার প্রেরণা হিসেবে বেছে নিয়েছে।