
শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’। আজ শনিবার বিকেলে শাহবাগের সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অগ্রগতি জানাতে না পারলে তাঁদের পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ।