গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় সাঁজোয়া যানে সেনাসদস্যদের টহল। গোপালগঞ্জ, ১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় সাঁজোয়া যানে সেনাসদস্যদের টহল। গোপালগঞ্জ, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ এক যুবক ঢাকা মেডিকেলে ভর্তি

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হওয়া এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুমন বিশ্বাস (২৫) পেশায় গাড়িচালক। তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙুল ও পেটে গুলি লেগেছে।

সুমনের স্বজনেরা বলেছেন, আজ বুধবার বেলা দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার শিশু বন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে আহত হন। এ সময় তিনি কোমল পানীয় বহনকারী গাড়ি চালাচ্ছিলেন।

আহত সুমনের মা নিপা বিশ্বাস সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই সুমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, গুলিবিদ্ধ হয়ে আহত সুমন বিশ্বাস বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সুমন বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে।