
সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
রোববার ডিএমপির লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র্যাব, কোতোয়ালি ও বংশাল থানা–পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুজনকে কারাদণ্ড, দুজনকে জরিমানা ও চারজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বসিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এক ঠেলাগাড়ি সিন্ডিকেট সরদারকে সড়ক পরিবহন আইনের ৯২ ধারায় সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইনের ৬৬ ধারায় এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে ট্রাক পার্কিং করে সড়ক দখলের অভিযোগে দুই ট্রাকচালককে ছয় হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাঁদের সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাঁরা জরিমানা পরিশোধ করে মুক্তি পান। এ ছাড়া একাধিক মামলা করা হয়েছে।
একই সময়ে রাস্তায় অবৈধ ভ্যান ও রিকশার গ্যারেজ বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির কর্মকর্তারা জানান, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।