ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহমত উল্লাহকে অব্যাহতির আদেশ অবৈধ

হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক মো. রহমত উল্লাহকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সাময়িক অব্যাহতির বৈধতা নিয়ে তাঁর করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতির বিরুদ্ধে রহমত উল্লাহর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৮ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। সেখানে অব্যাহতিসংক্রান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

এর বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আপিল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়ে হাইকোর্টে এ-সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেন। রুল চূড়ান্ত (অ্যাবসলিউট) ঘোষণা করা আজ রায় দেওয়া হয়।  

আদালতে রহমত উল্লাহর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী সৈয়দা নাসরিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাজ্জাদ হোসেন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের ফলে রহমত উল্লাহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিপ্রায় অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সাজ্জাদ হোসেন।

গত বছরের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি রহমত উল্লাহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খন্দকার মোশতাক আহমদের প্রতিও শ্রদ্ধা জানান বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরদিন রহমত উল্লাহ দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি ও আইন অনুষদের শিক্ষক রহমত উল্লাহকে একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর বৈধতা নিয়েই তিনি ওই রিটটি করেন।