রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ইলিয়াস হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে সরওয়ার জাহানকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।
অপরদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁর জামিন আবেদিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি আ ক ম সরওয়ার জাহান ও তাঁর স্ত্রী মাহমুদা সিদ্দিকার সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। তাঁদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছে দুদক।