
এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নামে থাকা আরও ৫৫৯ কোটি টাকা মূল্যের জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৭২টি দলিলে কেনা ৫৫৯ কোটি টাকা মূল্যের জমি জব্দ করার আদেশ দেন আদালত। এর আগে দুদকের পক্ষ থেকে জব্দের আবেদন করা জমির তালিকা আদালতের কাছে তুলে ধরা হয়। আদালত শুনানি নিয়ে এস আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির আরও স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন।
এর আগে ৯ এপ্রিল এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট আরও ৬৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ ১৩৭৪ কোটি ৬১ লাখ ৭ হাজার ২২১ টাকা।