
শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহে থাকা বেশ কিছু বই বাংলা একাডেমি থেকে কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পুরোনো বইয়ের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বইগুলো বিক্রি হচ্ছে, যার মধ্যে শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক’ বইটির দাম হাঁকা হয়েছে এক লাখ টাকা। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, ২০১৪ সালে একটি কমিটি বাতিল হওয়া বইগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেয়।