পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর সেখানকার আলোচনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর সেখানকার আলোচনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে

'৭১ ইস্যুতে পাকিস্তানের দাবি মানতে নারাজ বাংলাদেশ

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু সমাধানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দাবির সঙ্গে তিনি একমত নন। সোনারগাঁও হোটেলে ইসহাক দার ও তৌহিদ হোসেনের দ্বিপক্ষীয় বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনটি বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। এগুলো হলো—টাকাপয়সার হিসাব, গণহত্যার জন্য দুঃখ প্রকাশ এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া। বিষয়গুলো সমাধানে উভয়পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।