
প্রথম আলো কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজনের কাছ থেকে লুণ্ঠিত ৫০ হাজার টাকা, লুটের টাকায় কেনা একটি ফ্রিজ ও টিভি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।