
দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যানকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই ব্যক্তির নাম কাজী নুরুল হাসান (৫২)। গতকাল রোববার রাতে নগরের জিইসি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ৯ জুন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা আসে। এতে বার্তা পাঠানো ব্যক্তি নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি একজন পদস্থ সামরিক কর্মকর্তা। তাঁকে যাতে ফোন করা হয়। তবে ওই ব্যক্তি যে কর্মকর্তার পরিচয় দিয়েছেন, সেটি ছিল ভুয়া। এ ঘটনায় এস আলম গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
ওসি আরও বলেন, গ্রেপ্তার করা আসামি নুরুল হাসানকে আজ সোমবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন রেখেছেন আদালত। তাঁর রিমান্ড মঞ্জুর হলে তিনি কেন এটা করেছেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
নুরুল হাসানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি কারখানা থেকে মালপত্র কিনে বাজারে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন।