জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ৫ জন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচজন মারা গেছেন। সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও যুগ্ম পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

মারুফুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালে দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে আনা অগ্নিদগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। এর মধ্যে মাইলস্টোনের শিক্ষার্থী তানভীরকে (১৪) আনার পরপরই দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য চারজন হলেন স্কুলশিক্ষক জুবায়ের (৩০), শিক্ষক মাহরিন (৪৬), শিক্ষার্থী আফনান ফাইয়াজ (১৪) এবং শিক্ষক মাসুকা (৩৭)। এর মধ্যে মাসুকা রাত ৮টার একটু পরে মারা যান।’

এই চিকিৎসক জানান, হাসপাতালে আসা শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনদের কাছ থেকে তিনি শুনেছেন, নিহত শিক্ষকেরা অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করতে চেষ্টা করেছিলেন। এতে তাঁরাও অগ্নিদগ্ধ হন।

মারুফুল ইসলামের তথ্যমতে, জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনে অগ্নিদগ্ধদের মধ্যে মোট ৫৩ জনকে ভর্তি করা হয়েছিল। ৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে আছেন ৪৫ জন। তাঁদের মধ্যে ২২ জন আশঙ্কাজনক অবস্থায় আছেন। আরও ৫ জনকে আইসিইউতে রাখা হয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, নিহত ৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।