যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী সদস্যদের সন্তানেরা শাহবাগ মোড় অবরোধ করেন
যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী সদস্যদের সন্তানেরা শাহবাগ মোড় অবরোধ করেন

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রায় পুলিশের বাধা, জাদুঘরের সামনে বিক্ষোভ

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিতসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে পদযাত্রা বের করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী সদস্যদের সন্তানেরা। তবে শাহবাগ এলাকায় পৌঁছানোর পর পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। এখন তাঁরা শাহবাগ জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন।

আজ সোমবার সকালে ‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারে তাঁরা বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে জড়ো হন। এরপর সেখান থেকে দুপুর ১২দিকে পদযাত্রা শুরু হয়। পরে সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলে আটকে যায় পদযাত্রা। পুলিশ তাঁদের জাদুঘরের সামনের দিকে সরে যেতে অনুরোধ জানায়। কিন্তু বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীরা আধা ঘণ্টার মতো রাস্তা অবরোধ করেছিলেন। এখন তাঁদের বুঝিয়ে শাহবাগ জাদুঘরের সামনে চলে যেতে অনুরোধ করা হয়। এরপর তাঁরা বেলা ১টা ২৫ মিনিটের দিকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর ট্র্যাজেডিকে ঘিরে শত শত নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। দীর্ঘ ১৫ বছরেও তাঁদের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি রাষ্ট্র। তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত; নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।

চাকরিচ্যুত সদস্যদের অভিযোগ, বিগত সরকারের আমলে তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারও গত ৯ মাসে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি।