Thank you for trying Sticky AMP!!

সকালেই পড়ুন আলোচিত যত খবর

শুভ সকাল। আজ ৮ জুন, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত কিছু খবর হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। তাই আজকের দিনটি শুরু করুন প্রথম আলো অনলাইনের আলোচিত কয়েকটি খবর পড়ে।

১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ঢাকা, ৭ জুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় গ্রিডে আরও বিদ্যুৎ যুক্ত হওয়ার ফলে চলমান বিদ্যুতের পরিস্থিতি ১০-১৫ দিনের মধ্যে স্বাভাবিক হবে। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিস্তারিত পড়ুন:

ঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গত মার্চ থেকে ভারতের ঝাড়খন্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ

টানা লোডশেডিংয়ের মধ্যে এবার বন্ধ হয়ে গেল ভারতের ঝাড়খন্ড থেকে আসা আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ। হঠাৎ আকস্মিক ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎকেন্দ্রটি তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়। এতে বুধবার বিকেলের দিকে লোডশেডিং অনেক বেড়ে যায়। বিস্তারিত পড়ুন:

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির দেড় ঘণ্টা বৈঠক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার গুলশানে ইইউ রাষ্ট্রদূতের কার্যালয়ে এ বৈঠক হয়। বিস্তারিত পড়ুন:

ফ্রান্সে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান বাজওয়ার সঙ্গে এক ব্যক্তির দুর্ব্যবহার

জেনারেল বাজওয়া ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে অবসরে যান

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বিদেশভ্রমণে গিয়ে সস্ত্রীক হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছেন। ধারণা করা হচ্ছে, উত্তেজিত ওই ব্যক্তি আফগান নাগরিক। বিস্তারিত পড়ুন:

মেসি বললেন, ইন্টার মায়ামিতে যাচ্ছি

মেসির পরবর্তী গন্তব্য ইন্টার মায়ামি

কয়েক সপ্তাহের ধরে চলা নানা গুঞ্জন আর জল্পনা-কল্পনার অবসান ঘটেছে অবশেষে। লিওনেল মেসি বললেন, ‘আমি বার্সেলোনায় ফিরছি না। আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি।’ বাংলাদেশ সময় রাত ১টায় দুটি স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারে এ কথা জানান আর্জেন্টাইন তারকা। বিস্তারিত পড়ুন: