Thank you for trying Sticky AMP!!

প্রতীকী ছবি

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে আগুনে পুড়েছে ৫টি ব্লক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫ নম্বর ক্যাম্পের পাঁচটি ব্লকের সব ঘর পুড়ে গেছে। তবে রোববার ভোররাত সাড়ে চারটা নাগাদ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Also Read: উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত একটা ৫ মিনিটের দিকে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভোররাত সাড়ে চারটার দিকে যোগাযোগ করা হলে অতীশ চাকমা বলেন, আগুনে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত পাঁচটি ব্লকের ঘরগুলো পুড়ে যায়। তিনি বলেন, এসব ব্লকে ৪৭ জন মাঝির অধীনে থাকা সব ঘর পুড়ে গেছে। একজন মাঝির অধীনে গড়ে ১৫০টি করে ঘর থাকে বলে তাঁরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।