রাশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) মো. ফয়সাল আহমেদ
রাশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) মো. ফয়সাল আহমেদ

দূতাবাসে অচলাবস্থা সৃষ্টির অভিযোগ

মস্কো থেকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ‘স্ট্যান্ড রিলিজ’

মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে রাশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) মো. ফয়সাল আহমেদকে গত মঙ্গলবার ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান। গত সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে একটি দাপ্তরিক আদেশ জারি করে।

ফয়সাল আহমেদকে স্ট্যান্ড রিলিজের পর দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আগামী সপ্তাহের শুরুতে তাঁকে ঢাকায় ফিরতে হবে।

মস্কোয় বাংলাদেশ দূতাবাসের সিডিএ ফয়সাল আহমেদকে স্ট্যান্ড রিলিজের পর দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. নিয়াজ মোর্শেদকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।

গত ২২ মে ফয়সাল আহমেদের এক ফেসবুক পোস্ট নিয়ে দেশে-বিদেশে আলোচনা হচ্ছে। তিনি ফেসবুকে লিখেছেন, ‘হযবরল সেগুনবাগিচায় কে পররাষ্ট্রসচিব হবেন, নিশ্চিত নয়। একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে ১০ জন সচিবকে ডিঙিয়ে কেন তড়িঘড়ি করে পররাষ্ট্র সচিব করা হচ্ছে বোধগম্য নয়। আসাদ আলম সিয়াম শেখ হাসিনার লয়ালিস্ট হিসেবে তিন বছর চিফ অব প্রটোকল ছিলেন। আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করার জন্যই পররাষ্ট্র উপদেষ্টা আসাদ আলম সিয়ামকে নির্বাচনকালীন পররাষ্ট্রসচিব করতে চান।’