নাফিস আকতার আহমেদ শান্তা লাইফ ইনস্যুরেন্সের নতুন সিইও হয়েছে
নাফিস আকতার আহমেদ শান্তা লাইফ ইনস্যুরেন্সের নতুন সিইও হয়েছে

শান্তা লাইফ ইনস্যুরেন্সের সিইও হলেন নাফিস আকতার আহমেদ

শান্তা লাইফ ইনস্যুরেন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নাফিস আকতার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার আগে নাফিস আকতার আহমেদ মেটলাইফ বাংলাদেশে চিফ বিজনেস অফিসার (সিসিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাফিস আকতার আহমেদ তাঁর ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে বিক্রয় ব্যবস্থাপনা, ব্যবসা উন্নয়ন, বিতরণ, বাজার প্রসারণ, স্ট্র্যাটেজিক প্ল্যানিংসহ বিভিন্ন ক্ষেত্রে বিমা খাতের অগ্রগতি ও প্রসারের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।

শান্তা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন বলেন, ‘নাফিস বলিষ্ঠ ও দক্ষ নেতা, যিনি বাংলাদেশের অর্থনৈতিক খাত ও গ্রাহকদের প্রয়োজনীয়তা সম্পর্কে যুগোপযোগী ধারণা রাখেন। বিগত দুই দশকে তিনি আমাদের দেশের জীবন বিমা খাতে বিভিন্ন ভূমিকায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি আশা করি, নাফিস তাঁর দক্ষ নেতৃত্ব ও দূরদর্শিতার মাধ্যমে শান্তা লাইফ ইনস্যুরেন্সকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবেন।’

প্রতিষ্টানটির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করে নাফিস আহমেদ বলেন, ‘আমাদের দেশের অর্থনীতিতে জীবন বিমাশিল্পের অপার সম্ভাবনা রয়েছে। আমি নিশ্চিত যে শান্তা লাইফ ইনস্যুরেন্স এই খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আশা করি আমাদের গ্রাহক, কর্মকর্তা এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আমাদের এই উদ্যোগে সার্বিকভাবে সহযোগিতা করবে। শান্তা লাইফ ইনস্যুরেন্সকে এগিয়ে নিতে উদ্ভাবন আমাদের মূল চালিকা শক্তি এবং দেশের জনসাধারণের আস্থা অর্জন আমাদের মূল লক্ষ্য।’

বিজ্ঞপ্তি