প্রকৃতিতে এখন শরৎকাল। আর শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের মেলা। কখনো নাটাই-সুতাহীন সাদা ঘুড়ির মতো উড়ে বেড়ায় মেঘের দল। সোনালি রোদ্দুর ঢেকে যায় মেঘে। প্রান্তরের বিস্তীর্ণ মাঠে, জলাভূমির ধারে কিংবা সবুজ ঘাসের চাদরে মাখা প্রাকৃতিক পরিবেশে শরতের এই রূপ হয়ে ওঠে আরও মোহনীয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ও কানাইঘাট উপজেলার মুলাগুল এলাকা থেকে শরতের আকাশের ছবিগুলো তোলা হয়েছে: