Thank you for trying Sticky AMP!!

৬১টি জেলা পরিষদে ভোট ১৭ অক্টোবর

নির্বাচন কমিশন ভবন

দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর । আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর একং মনোনয়নপত্র প্রত‌্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে  ২৬ সেপ্টেম্বর।

জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

গত এপ্রিল মাসে দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনা করেন।