
বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের গ্যালারি আর্টিফ্যাক্টে পাঁচ দিনের প্রদর্শনী শুরু হয়েছে। গত বুধবার ‘কালার্স অব ফ্রিডম’ নামে এ প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যতিমান শিল্পী মনিরুল ইসলাম।
প্রদর্শনী আয়োজন করেছে নিউইয়র্কভিত্তিক টিভি চ্যানেল আইবিটিভি ইউএসএ। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম ও ঢাকার গ্যালারি চিত্রক প্রদর্শনীর সহযোগী হিসেবে কাজ করছে।
বিপুলসংখ্যক শিল্পানুরাগী ও শিল্প সমালোচকের সমাগমে উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে আইবিটিভির ব্যাবস্থাপনা পরিচালক জাকারিয়া মাসুদ, চেয়ারপারসন চিত্রশিল্পী মিলা হোসেন, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি আর্থার আজাদ, সাধারণ সম্পাদক বিশ্বজিত চৌধুরী, মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম, সাংবাদিক মাহমুদ উল্লাহসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন। প্রদর্শনীর কিউরেটর হিসেবে ছিলেন শিল্প সমালোচক জিয়াউল করিম।
প্রদর্শনীতে মুস্তফা মনোয়ার, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুল বারেক আলভি, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, আবদুস শাকুর শাহ, আফজাল হোসেন, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য, কনক চাপা চাকমাসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রবাসী ৫৭ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি