
আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ২৩ এপ্রিল সংস্থাটির সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক এক অভিনন্দন বার্তায় তাঁর এ নিয়োগের বিষয়ে জানান।
শুক্রবার গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, সম্প্রতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে পিসিএর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মইনুল ইসলাম চৌধুরী বর্তমানে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।