ইলিয়াস উদ্দিন মোল্লাহ
ইলিয়াস উদ্দিন মোল্লাহ

সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌সহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি জমি দখল করে দীর্ঘ ১৬ বছর ভাড়া আদায় ও ৩৭ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা–১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

মো. আক্তার হোসেন বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন প্রকৌশলীর সহায়তায় রাজধানীর পল্লবীর ঝিলপাড় এলাকায় প্রায় ৭ একর সরকারি জমি অবৈধভাবে দখলে রেখে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করেন ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌। এ সময় তিনি ও তাঁর সহযোগী ব্যক্তিরা প্রায় ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের মামলায় অন্য আসামিরা হলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু হানিফ ও সাবেক উপবিভাগীয় প্রকৌশলী (ঢাকা ডিভিশন–১) মো. হারিজুর রহমান।

দুদক সূত্র বলছে, ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌র বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ধাপে ধাপে তদন্ত করে দেখা হচ্ছে। এ মামলাটি তাঁর বিরুদ্ধে চলমান অনুসন্ধানের একটি অংশ।

এর আগে ২০২৪ সালের শেষ দিকে ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌র বিপুল সম্পদ জব্দ করে দুদক। তখন তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও জমিজমার কাগজপত্র যাচাই–বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোয় চিঠিও পাঠানো হয়।