মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, স্বাধীন নিরীক্ষকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, স্বাধীন নিরীক্ষকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

মিডল্যান্ড ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুধবার (৪ জুন) ঢাকায় মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় অংশ নেন পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসিফ-উজ-জামান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, নিরীক্ষক এবং স্বাধীন নিরীক্ষকেরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হেসেন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিদারুল ইসলাম এবং কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরীফ।

বার্ষিক সাধারণ সভায় ২০২৪ অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) এবং ৩ শতাংশ বোনাস শেয়ার (স্টক ডিভিডেন্ড) অনুমোদন করা হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখভিত্তিক ব্যাংকের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয় অনুমোদিত হয়।