কফির দাম বাড়তে পারে

কফি
 ছবি: এএফপি

কফির দাম বাড়তে পারে। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফি আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে এ পণ্যের দাম বাড়তে পারে।

আজ বেলা তিনটায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি চতুর্থবারের মতো বাজেট উত্থাপন করছেন।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৪ লাখ ৩১ হাজার ৯৯৮ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন:

দাম কমতে পারে যেসব পণ্যের

বিদেশি লিফটের দাম বাড়তে পারে

ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের দাম বাড়বে

অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ‘র রোস্টেড কফির মোট করভার ৮৯ দশমিক ৩২ শতাংশ হলেও অধিকতর প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফির মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ। রাজস্ব সুরক্ষার স্বার্থে প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফির আমদানি পর্যায়ে ২০ শতাংশ‌ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।’

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর-সংগৃহীত কর থেকে পাওয়া যাবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা, এনবিআর-বহির্ভূত কর থেকে আসবে ১৮ হাজার কোটি টাকা আর কর ব্যতীত প্রাপ্তি ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। ফলে, মোট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ। গত বাজেটে এ হার ছিল ৬ দশমিক ২। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এ ঘাটতি মেটানো হবে বলে জানানো হয়েছে।

ঘাটতির মধ্যে অনুদানসহ বৈদেশিক উৎস থেকে আসবে ৯৮ হাজার ৭২৯ কোটি টাকা; আর অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা, এর মধ্যে আবার ব্যাংক খাত থেকে নেওয়া হবে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। জিডিপির আকার ধরা হয়েছে ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন:

যেসব পণ্যের দাম বাড়তে পারে

২৫০ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে শুল্ক প্রস্তাব

বাজেটে বাড়তি গুরুত্ব পেল না স্বাস্থ্যখাত