গত চার বছরের সফলতার সূত্র ধরে দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) পঞ্চমবারের মতো আয়োজন করছে ‘দারাজ ফাটাফাটি ফ্রাইডে’ শপিং ইভেন্ট। আকর্ষণীয় সব অফার নিয়ে ক্যাম্পেইনটি চলবে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ কর্তৃপক্ষ বলেছে, এবার ইভেন্টটির কো-স্পনসর হিসেবে আছে ডেটল, শেভার শপ, এস্কয়ার, নকিয়া ও লাক্স। ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে হারপিক, প্যারাস্যুট, ফগ, ওয়াইল্ড স্টোন, ফ্লোরমার বাংলাদেশ, নেসলে, ইনফিনিক্স ও ভিশন ইলেকট্রনিকস। ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একাত্তর টিভি, দৈনিক যুগান্তর, বাংলা নিউজ ২৪ ও রেডিও স্বাধীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সেলস ইভেন্টে রয়েছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, নানা ধরনের ভাউচার, ফ্ল্যাশ সেলসহ আরও অনেক আকর্ষণীয় অফার। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা করবেন ফাটাফাটি ফ্রাইডে ক্যাম্পেইনের বিস্তারিত কার্যক্রম। ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১ টাকা গেম, যার মাধ্যমে ক্রেতারা কুইজে অংশগ্রহণ করে ১ টাকায় জিতে নিতে পারেন টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসির একটি মোটরবাইক। এ ছাড়া থাকছে ডি রানার, রোলিং বল ও আউটার স্পেসের মতো মজাদার গেম, যেগুলোর মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকেরা জিতে নিতে পারেন সর্বোচ্চ ৫ হাজার টাকার ভাউচারসহ নানা রকম পুরস্কার।
ফাটাফাটি ফ্রাইডের সেরা পাঁচটি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ৭৯ হাজার ৫০০ টাকায় ভিশন ৫৫ ইঞ্চি এলইডি টিভি। ক্যানন ইওএস ৪০০০ডি ক্যামেরা মিলবে মাত্র ২০ হাজার ৪০০ টাকায়। মাত্র ৩৮ হাজার ৭৩৭ টাকায় আসুস ভিভোবুক ল্যাপটপ, শার্প এস জে ই কে ৩০১ই রেফ্রিজারেটর মিলবে ৩২ হাজার ৯০০ টাকায়। এ ছাড়া ৬৬ হাজার ১৬৫ টাকায় মালদ্বীপ প্যারাডাইজ আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পাতে তিন রাত/চার দিনের ট্যুর প্যাকেজ পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ দিচ্ছে বিভিন্ন ধরনের পেমেন্ট ডিসকাউন্ট। ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাউথইস্ট ব্যাংকের প্রি-পেইড কার্ড ও ক্রেডিট কার্ড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ক্যাপ: ২ হাজার টাকা প্রত্যেক কাস্টমার)। এ ছাড়া ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইস্যুকৃত সব ভিসা কার্ড ব্যবহারকারীর জন্য থাকছে ১০ শতাংশ মূল্যছাড় (প্রত্যেক কাস্টমার সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত)।