Thank you for trying Sticky AMP!!

ব্যাংকে ১০ লাখ টাকার বেশি হলেই কর বাড়বে

প্রতীকী ছবি

ব্যাংকে যাঁদের ১০ লাখ টাকার বেশি জমা আছে বা বছরের কোনো একসময় ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা বা তার চেয়ে বেশি স্থিতি হবে তাঁদের ওপর বাড়তি কর আরোপের প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় ২০২০–২১ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।

তবে ব্যাংকে যাঁদের হিসাবে ১০ লাখ টাকার কম জমা থাকবে তাঁদের অবশ্য বাড়তি কর দিতে হবে না, অর্থাৎ নতুন অর্থবছরে কোনো পরিবর্তন আসছে না। এ ক্ষেত্রে ১ লাখ থেকে ৫ লাখ টাকা জমার ক্ষেত্রে বর্তমান ১৫০ টাকা হারেই আবগারি শুল্ক কাটা হবে। আর ৫ লাখ থেকে ১০ লাখ টাকা জমার বিপরীতে এখনকার মতো ৫০০ টাকাই কাটা হবে।

২০২০–২১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী ব্যাংকে ১০ লাখ থেকে ১ কোটি টাকা জমা হওয়ার বিপরীতে আবগারি শুল্ক বর্তমান আড়াই হাজার টাকা থেকে ৫০০ টাকা বাড়িয়ে তিন হাজার টাকায় প্রস্তাব করেছেন। ১ কোটি টাকা থেকে ৫ কোটি পর্যন্ত জমা থাকার ক্ষেত্রে তিনি এই শুল্ক ১২ হাজার টাকা থেকে ৩ হাজার বাড়িয়ে ১৫ হাজার টাকা করার প্রস্তাব রেখেছেন। আর ৫ কোটি টাকার বেশি জমার ক্ষেত্রে ১৫ হাজার বাড়িয়ে ৪০ হাজার টাকা কেটে রাখার কথা বলেছেন তিনি, যা এখন ২৫ হাজার টাকা।