Thank you for trying Sticky AMP!!

ভিন্নভাবে ইয়ামাহার বিজয় দিবস উদযাপন

ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ বিজয় দিবসে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন স্থানে পড়ে থাকা পতাকা সংগ্রহ করে যেগুলো ব্যবহারযোগ্য নয়, সেগুলো সমাধিস্থ করে। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

চোখের সামনে অনেক সময় কিছু ঘটে যায়, যা আমরা সব সময় দেখতে পাই না বা দেখতে চাই না। কিছু অনুভূতি থাকে, যা অনুভব করা আমাদের দায়িত্ববোধের বিষয় হওয়া সত্ত্বেও আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না। এমন একটি অনুভূতির নাম জাতীয় পতাকা। হ্যাঁ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বের প্রতীক হচ্ছে লাল-সবুজ জাতীয় পতাকা। আর এই জাতীয় পতাকা কীভাবে ব্যবহৃত হবে, সে সম্পর্কে সুস্পষ্ট আইন থাকা সত্ত্বেও না জানার কারণে লঙ্ঘিত হচ্ছে জাতীয় পতাকার ব্যবহার বিধিমালা বা আইন। বিশেষ দিনগুলোতে এ পতাকার অবমাননা করা হয় আরও বেশি। পতাকা ব্যবহারযোগ্য না হলে তা বাংলাদেশের পতাকা ব্যবহার আইন অনুযায়ী মর্যাদাপূর্ণভাবে রেখে দিতে হবে। কিন্তু আমরা তা না করে ফেলে দিই যেখানে-সেখানে।

তাই ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ এই বিজয় দিবসে উদ্যোগ নিয়েছিল বিজয়ের আনন্দ একটু ভিন্নভাবে উদযাপন করার। ইয়ামাহা রাইডার ক্লাব ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাত ৮টা থেকে ঢাকা শহরের বিভিন্ন জনসমাগমের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি মোড়, শিশুপার্কসহ কিছু উল্লেখযোগ্য স্থানের যেখানে-সেখানে পড়ে থাকা পতাকাগুলো সংগ্রহ করে নিয়ম অনুযায়ী পতাকাগুলো ব্যবহারযোগ্য নয়, সেগুলোকে ঢাকার ৩০০ ফিট বালু ব্রিজের বাঁদিকে সমাধিস্থ করা হয়।

বাংলাদেশের পতাকা ব্যবহার বিষয়ক আইন ও বিস্তারিত জানতে ক্লিক করুন lib.pmo.gov.bd/legalms/pdf/national-flag-rules.pdf। প্রেস বিজ্ঞপ্তি