Thank you for trying Sticky AMP!!

৩০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ্‌–বাংলা ব্যাংকের এটিএম

ডাচ্‌–বাংলা ব্যাংকের এটিএম

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা ৩০ ঘণ্টা ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএমসহ সব ধরনের ই-ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। অর্থাৎ শুক্রবার বেলা দুইটা পর্যন্ত ব্যাংকটির গ্রাহকেরা অনলাইনভিত্তিক বেশ কয়েকটি সেবা গ্রহণ করতে পারবেন না।

ব্যাংক সূত্রে জানা গেছে, কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য ৩০ ঘণ্টা ব্যাংকটির এটিএম বুথ, সিআরএম, পিওএস, ই-কমার্স ও ই-ব্যাংকিং সেবা পাবেন না গ্রাহকেরা। তবে এই নির্দেশনা শুধু ডাচ্‌–বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ডের গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। বন্ধ থাকবে ব্যাংকটির এনপিএসবি ও আইবিএফটি সেবা। ইনওয়ার্ড ও আউট ওয়ার্ড রেমিট্যান্স সেবাও পাবেন না ব্যাংকটির গ্রাহকেরা।

ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের কোর ব্যাংকিং সেবাও এ সময় বন্ধ থাকবে। দেশে ব্যাংক কার্ডধারী গ্রাহকের বড় অংশ ডাচ্‌-বাংলা ব্যাংকের বুথের ওপর নির্ভরশীল। দেশজুড়ে ব্যাংকটির ৪ হাজার ৭৬৬ এটিএম বুথ আছে।