জিইএন গ্লোবালের আইনি সহযোগী জিইএন বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল অস্ট্রেলিয়ায় গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে (জিইসি) যোগ দিয়েছে। দেশটির মেলবোর্ন কনভেনশন সেন্টারে ১৯ থেকে ২২ সেপ্টেম্বর এ কংগ্রেস চলছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের কংগ্রেসে প্রায় ২০০টি দেশ থেকে ৪ হাজার জন প্রতিনিধি একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে। এ কংগ্রেস উদ্যোক্তা, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও উদ্ভাবকদের ধারণা বিনিময় এবং বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।
১৫ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জিইএন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড. মো. সবুর খান। সবুর খান বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বব্যাপী অংশীজনদের সঙ্গে সংযোগ স্থাপন এবং জ্ঞান ভাগ করে নেওয়া যাবে। যা দেশের মধ্যে উদ্ভাবন বৃদ্ধিতে অনুঘটক হিসেবে সহায়তা করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের মাধ্যমে জিইএন বাংলাদেশ উদ্যোক্তাদের ধারণাগুলোকে সফল ব্যবসায় পরিণত করতে প্রয়োজনীয় সরঞ্জাম, সংস্থান এবং নেটওয়ার্ক সরবরাহ করে।
জিইসি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেস হলো সারা বিশ্বের উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও অন্যান্য অংশীজনদের (স্টেকহোল্ডার) একটি বার্ষিক সমাবেশ।
জিইএন বাংলাদেশ সম্পর্কে আরও তথ্যের জন্য ভিজিট করুন http://genglobal.org/bangladesh
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেস সম্পর্কে আরও তথ্যের জন্য, ভিজিট করুন http://genglobal.org/gec