প্রতিযোগী দেশগুলোর চেয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনায় পিছিয়ে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার বিডার শীর্ষ পদে আশিক চৌধুরীকে আনলেও গত ১৬ মাসে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে, যা পাঁচ বছরের সর্বনিম্ন। করোনা পরিস্থিতি থেকেও এটি কম। আর্থিক খাতে স্থিতিশীলতা এলেও বিনিয়োগ পরিবেশের উন্নতি হয়নি। গ্যাস-বিদ্যুৎ সংকট, উচ্চ সুদহার ও ব্যবসা পরিচালনার খরচ বৃদ্ধিকে এর কারণ বলছেন বিশেষজ্ঞরা। ভারত, ভিয়েতনাম ও পাকিস্তান বিপুল এফডিআই পেলেও বাংলাদেশ পিছিয়ে।