পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) গবেষণা বলছে, দেশের ৮০ শতাংশ পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ৪০ শতাংশ পরিবারের গড় আয় ১৪,৮৮১ টাকা, যেখানে খরচ ১৭,৩৮৭ টাকা। ঋণের ওপর নির্ভরশীল ৫২ শতাংশ পরিবার, যাদের এক-তৃতীয়াংশ সংসার খরচ মেটাতে ঋণ নেয়। অন্যদিকে, ধনী ২০ শতাংশ পরিবারের আয় বেশি। সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, মূল্যস্ফীতি ও কম মজুরির কারণে এই চাপ বেড়েছে।