
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন হিসেবে যোগ দিয়েছেন মো. মুশফিকুর রহমান। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। শিল্প মন্ত্রণালয় গত ২২ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগের তথ্য জানায়। এরপর আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এসএমই ফাউন্ডেশনের কাজে যোগ দেন। তিনি এসএমই ফাউন্ডেশনের অষ্টম চেয়ারপারসন।
শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মুশফিকুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, মুশফিকুর রহমানের ব্যাংকিং খাতে প্রায় তিন দশক কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি চাকরিজীবনে যুক্তরাষ্ট্রে সিটিজেন, এইচএসবিসি ও সিটি ব্যাংকে এবং দেশে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, শাহজালাল ইসলামী ও ব্যাংক আলফালাহতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মো. মুশফিকুর রহমান ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৯৫ সালে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।