Thank you for trying Sticky AMP!!

শিল্প মন্ত্রণালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ১২ প্রতিষ্ঠান

দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখার জন্য ছয়টি শ্রেণিতে ১২ শিল্পপ্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিল্প মন্ত্রণালয় আজ সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এবার বৃহৎ শিল্প শ্রেণিতে রানার অটোমোবাইলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ও বিএসআরএম স্টিলস পুরস্কার পাচ্ছে।

মাঝারি শিল্প শ্রেণিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে নিতা কোম্পানি ও নোমান টেরি টাওয়েল মিলস। ক্ষুদ্র শিল্পে পুরস্কার পাচ্ছে হজরত আমানত শাহ স্পিনিং মিলস, বসুমতী ডিস্ট্রিবিউশন ও টেকনো মিডিয়া।

এ ছাড়া হাইটেক শিল্পে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও সুপারস্টার ইলেকট্রিক্যাল এক্সেসরিজ; মাইক্রো শিল্পে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং ও কুটিরশিল্পে সামসুন্নাহার টেক্সটাইল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।