শিল্প খাত ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে শিল্প খাতের জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া। এ কারণে সিদ্ধান্তটি বাতিল বা পুনর্বিবেচনারও দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার। সংগঠনটির সভাপতি বলেন, এই মূল্যবৃদ্ধির কারণে সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান সংকটে পড়বে। সেই সঙ্গে নতুন উদ্যোক্তারা বিনিয়োগে নিরুৎসাহিত হবেন। ভোগান্তির শিকার হবেন শ্রমিকেরাও। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বারের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে চেম্বার সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, ‘শিল্প খাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত এনার্জি রেগুলেটরি কমিশন নিচ্ছে, সেটা সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। এ সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী হবে। আমাদের খনিজ গ্যাস ও আমদানি করা গ্যাসের দাম সমন্বয় করলে সিস্টেম লসের পরও প্রতি ঘনমিটারে আনুমানিক সর্বোচ্চ ২২ টাকার মতো দাম হতে পারে। বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দিতে হচ্ছে ৩০ টাকা করে। নতুন করে দাম বাড়ানো হলে শ্রমজীবী মানুষের ভোগান্তি ব্যাপকভাবে বাড়বে। ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো নতুন সংকটে পড়বে এবং নতুন উদ্যোক্তারা শিল্পকারখানা স্থাপনে নিরুৎসাহিত হবে।’ তাই গ্যাসের দাম না বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।