এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজের পণ্যদূত হলেন দুই অভিনেতা

এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা পণ্যদূত হয়েছেন অভিনেতা ফারুক আহমেদ ও এজাজুল ইসলাম। এ ব্যাপারে সম্প্রতি এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এবি পলিমারের বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমের জন্য থিমেটিক ওভিসি ও টিভিসির প্রচারমূলক কর্মকাণ্ডে এ দুই অভিনেতা অংশ নেবেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনয়শিল্পী ফারুক আহমেদ ও এজাজুল ইসলামের সঙ্গে চুক্তিতে সই করেন এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বিলাস দাশ। এ সময় এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজের বিজনেস অপারেশনস পরিচালক সৌরভ কুমার দাশ, সহকারী বিক্রয় মহাব্যবস্থাপক কাওসার সরকার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাকিব হোসেন এবং সমন্বয়কারী এজেন্সি প্রিয়ন্তীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনোয়ার পাঠানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।